অবৈধ দখলদার যতই শক্তিশালী হোক ছাড় দেয়া হবে না : ভারপ্রাপ্ত মেয়র

| শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

অবৈধ দখলদার যতই শক্তিশালী হোক না কেন তাদের কোনো অবস্থাতে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন। গতকাল বৃহস্পতিবার সকালে চসিকের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের বাড়ইপাড়া বীর্জাখালের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি খাল, নালা ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে নগরবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মেয়র বলেন, নগরীর প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা থেকে পরিপূর্ণভাবে পরিত্রাণ পেতে হলে মেগাপ্রকল্পের বাইরে আরো ২১টি খাল খনন ও পরিষ্কার করা প্রয়োজন। এ বিষয়টি মেয়র রেজাউল করিম চৌধুরী গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এই শুষ্ক মৌসুমে নগরীর ছোট-বড় নালা থেকে জমে থাকা মাটি উত্তোলনের কাজ চলছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই এই কাজ শেষ করতে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। মেয়র বলেন, নগরীতে মশক নিধন কাজ ছয়টি জোনে বিভক্ত করে কাজ চালানো হচ্ছে। এই কার্যক্রম আরো গতিশীল করতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সুচারুরূপে দায়িত্ব পালন করতে হবে। এ ব্যাপারে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধকাট্টলীতে কিশোরীকে ধর্ষণ, মামলা
পরবর্তী নিবন্ধআবাসিক এলাকা ও কৃষি জমিতে শিল্প প্রতিষ্ঠান হবে না