কাট্টলীতে অগ্নিদগ্ধ পরিবারের পাশে সিএমপি কমিশনার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৯:১৮ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় গ্যাস লাইনের আগুনে হতাহতের ঘটনায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন সিএমপি কমিশনার সালেহ মো. তানভীর। মানবিক সাহায্য হিসেবে তিনি নগদ ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। বৃহস্পতিবার জামাল শেখ নামের পরিবারটির এক সদেস্যর হাতে এ সহায়তা তুলে দেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নগর পুলিশের জনসংযোগ শাখা আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জনসংযোগ শাখা জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জামাল শেখ অল্প বেতনের চাকরি করেন। অথচ দুর্ঘটনায় তার পরিবারের ৬ সদস্য অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে স্ত্রী সাজেদা বেগম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার ৩ ছেলে ও ১ মেয়ে এখনো আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

পূর্ববর্তী নিবন্ধখুদে ডাক্তাররা যোগ্য হয়ে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে
পরবর্তী নিবন্ধতেলের দাম এক লাফে ২৩% বাড়ানো গ্রহণযোগ্য নয়