নগরীর কাজির দেউড়ি মোড়ে টেম্পো-রিকশা ও হিউম্যান হলারের ত্রিমুখী সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) বেলা একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, দুপুরে কাজির দেউড়ি মোড়ে একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে হিউম্যান হলারকে ধাক্কা দিলে পাশে থাকা একটি রিকশা উল্টে যায়। এতে ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় টেম্পো, হিউম্যান হলার ও রিকশা পুলিশ হেফাজতে রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, দুপুরে কাজির দেউড়িতে ত্রিমুখী সংঘর্ষে আহত হয়ে সাতজন মেডিকেলে এসেছে। তবে তাদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়।












