কাজাখস্তানে সরকার পতন

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সহিংস বিক্ষোভ

| বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশ কাজাখস্তানে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেখা দেওয়া বিক্ষোভ সহিংসতার মুখে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করেছে। গতকাল বুধবার প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ প্রধানমন্ত্রী আসকার মমিনের নেতৃত্বধীন সরকারের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে তার দপ্তর জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রটির সবচেয়ে বড় শহর আলমাতির কেন্দ্রীয় চত্বর থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টায় পুলিশ কাঁদুনে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, দাঙ্গা আশপাশ জুড়ে ছড়িয়ে পড়ে কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে। খবর বিডিনিউজের।
দেশটিতে গাড়ির জনপ্রিয় জ্বালানি এলপিজির দাম শনিবার দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করার পরদিন রোববার তেল সমৃদ্ধ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মানজিস্তাউয়ে প্রথম বিক্ষোভ শুরু হয়। পরে আলমাতিসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট তোকায়েভ, আলমাতি ও মানজিস্তাউসহ বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করে সহিংসতার জন্য দেশি ও বিদেশি ইন্ধনদাতাদের দায়ী করেন। জরুরি অবস্থার মধ্যে কারফিউ ও লোকজনের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধওমিক্রনে ভারতে প্রথম মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৩