কাগতিয়া গাউছুল আজম দরবারের ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল

| রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

মুনিরীয়া যুব তবলীগ কমিটি সংযুক্ত আরব আমিরাতস্থ শাখাসমূহের উদ্যোগে গত শুক্রবার আমিরাতের আজমান ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ্‌ আহমদী (মা.জি.আ.)। মাহফিলে তিনি বলেন, আল্লাহ তায়ালা প্রিয় নবীর প্রেমে সৃষ্টি করেছেন এ পৃথিবী, মানুষকে হেদায়ত তথা শিক্ষা দানের জন্য প্রেমের নবী, নুরের নবী (দ.) কে মানবরূপে মানব জাতির কাছে পাঠিয়ে বড় দয়া ও অনুগ্রহ করেছেন। গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আজমান ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারের মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।
এসময় তিনি গত ১২ রবিউল আওয়াল দরবার শরীফে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল, এশায়াত সম্মেলন ও ওরছে গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু মাহফিলে বিশেষ বাণী প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাহফিলে সভাপতিত্ব করেন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ হারুন এম. আজাদ। এতে বক্তব্য রাখেন সংগঠনের শারজাহ শাখার সচিব মাওলানা মাহাবুবুল আলম বোগদাদী, রাস আল খাইমা শাখার সচিব মাওলানা জাফর আহমদ, মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। পরিশেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের দীর্ঘায়ু এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুয়েলারি পণ্য রপ্তানিতে রয়েছে বিশাল সম্ভাবনা : বসুন্ধরা এমডি
পরবর্তী নিবন্ধঅক্সিজেন-হাটহাজারী আজ গ্যাস থাকবে না ১২ ঘণ্টা