সময়গুলো যেন ভীষণ দ্রুত গতিতে
চলে যায় বেগতিক গতিতে
অবিরাম ছুটে চলা সেই সময়ে
কিছু মানুষ আগুন্তুকের বেশে
ভিড় করে সময়ের স্রোতধারায়।
কিছু মানুষ অল্প সময়ের জন্য
আমাদের জীবনে আসে,
কিন্তু দীর্ঘ সময়ের জন্য এক আকাশ সমান
স্মৃতি রেখে চলে যায় দূর বহুদূরে।
স্মৃতিরা ভীষণ তাড়া করে,
বুকের ভেতরটা ছিন্নবিচ্ছিন্ন করে,
রক্তক্ষরণের বিষক্রিয়া চলে পুরো মস্তিষ্ক জুড়ে
আমি অন্তর্গত রোদনকে বললাম;
‘আমি আর কাঁদতে পারছি না’,
শব্দরা আটকে গেছে ফুসফুসের ধমনীতে,
ভুলেও কই আসেনি তো কেউ
একটিবারও খবর নিতে।
সাঁঝ প্রহরের ওই ঝিঝি পোকার ডাকের মত
আমারও খুব শুনতে ইচ্ছে করছিল;
কেউ আমাকে আমার নাম ধরে ডাকুক
সেই প্রিয় ডাক নাম,
আমি কান পেতে ছিলাম
কিন্তু কেউই আমায় ডাকেনি।
বরং ডেকেছে শুধু আমায় আমার স্মৃতিরা
আর বারবার যেন বলছিল,
সব ছেড়ে অন্ধকারেই ডুবে যাওয়াই ভালো,
থাকবে না কোন প্রতীক্ষার যন্ত্রণা
আর কাক ডাকা ভোরের আলো।