কাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবাল বাবুর গণসংযোগ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১১:৫৫ পূর্বাহ্ণ

নগরীর ২ নং জালালাবাদ ওয়ার্ডের মাইজপাড়া ও ঝাড়ুয়াদিঘী পাড় এলাকায় কাউন্সিলর পদপ্রার্থী সাহেদ ইকবাল বাবু আজ মঙ্গলবার সকালে নৌকা ও ঝুড়ি মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন।

এতে উপস্থিত ছিলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল করিম, সমাজসেবক হাশেম, রফিক, যুবলীগ নেতা নেজাম উদ্দীন, যুবলীগ নেতা সাইফুদ্দিন সাইফ, সমাজসেবক সাহেদ, আজাদ, সাহাবুদ্দিন সাফু, রুবেল, ছোটন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা রুবেল, হিরা, আসিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন সংশপ্তকের মালু
পরবর্তী নিবন্ধকদমতলী ইউনিটে নৌকা ও মিষ্টি কুমড়ার সমর্থনে উঠান বৈঠক