কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জাবেদের উঠান বৈঠক

আজাদী অনলাইন | শনিবার , ১৬ জানুয়ারি, ২০২১ at ১১:৪৯ অপরাহ্ণ

নৌকা ও মিষ্টি কুমড়া মার্কার বিজয়ের লক্ষে হাজী নুরুল আলমের সভাপতিত্বে পোস্তারপাড় ইউনিটে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জাবেদের উঠান বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জাবেদ।

বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস কাজিমী, মোহাম্মদ হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লায়ন মো. ইব্রাহিম, বন ও পরিবেশ সম্পাদক জাবেদ কামাল, আওয়ামী লীগ নেতা বিনোদ বিহারী মজুমদার, ফজলুল রব খান মিটু, ওয়াহিদুর রহমান মহসিন, ওয়ার্ড সালিশী কমিটির সাবেক চেয়ারম্যান মীর মোহাম্মদ সেকান্দর মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইলিয়াস, পোস্তারপার সর্দার মোহাম্মদ এরশাদ, ২৩নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সভাপতি আশরাফ উদ্দিন শাহীন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক জহিরুল কাইয়ুম ফয়সাল, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন।

উপস্থিত ছিলেন পোস্তারপাড় এলাকার সর্দ্দারবৃন্দ খোরশেদ আলম, মন্জুর আলম, মো. রাজু, শাহেদ মিয়া, নূর আলম, আবু তাহের, মো. শফিক, মো. ইসমাইল প্রমুখ্

পূর্ববর্তী নিবন্ধএনায়েত বাজারে কাউন্সিলর প্রার্থী সলিম উল্লাহ বাচ্চুর গণসংযোগ
পরবর্তী নিবন্ধ২০ জানুয়ারির মধ্যেই শেষ করতে হবে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি