কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারীর গণসংযোগ

আজাদী অনলাইন | রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ১:০৮ অপরাহ্ণ

মিষ্টি কুমড়া ও হেলিকপ্টার প্রতীকের সমর্থনে গতকাল শনিবার বিকাল থেকে রাত অবধি হাজারী লেইন এলাকায় গণসংযোগ করেছেন ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী ও রুমকি সেনগুপ্ত।

এ সময় তারা স্থানীয় ব্যাক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নৌকা মার্কার পাশাপাশি তাদের নিজেদের প্রতীকের পক্ষে ভোট চান।

গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন শ্রী রতন আচার্য্য, মৃদুল দে, শিবু দাশ, স্বপন কুমার দে, রাম আচার্য্য, বাবু হারাধন বনিক, উত্তম সিং হাজারী, হরিভূষন রায়, শিবু দত্ত, লিটন দাশ, বিপ্লব চৌধুরী প্রতাপ, সুমন রায় চৌধুরী, এডভোকেট গৌতম সিং হাজারী, কিশোর দে রনি, বিরাম চক্রবর্তী, মনোজিত দাশ, নিপু শর্ম্মা, স্বাগতম সিং হাজারী, নয়ন সরকার, হেমন্ত রায়, জয় চৌধুরী, ভুপেন রায়, রাজীব মল্লিক, প্রিয়ম দে, হানিফ জ্যাকি, তারেক চৌধুরী, এডভোকেট সুব্রত চৌধুরী, রাজীব সিকদার বিল্লু, তন্ময় সেন শিবু, সজীব দাশ, জয়ন্ত বনিক সহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থী জহুরুল আলম জসিমের সমর্থনে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৩৮ জন