৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী আজ শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত একটানা মেনকা স্কুল, এসি দত্ত লেইন, বাঙ্গালী পাড়া সহ আশপাশের এলাকায় মিষ্টি কুমড়া প্রতীকের সমর্থনে হেলিকপ্টার প্রতীকের রুমকি সেনগুপ্তকে নিয়ে একযোগে নির্বাচনী গণসংযোগ করেছেন।
এই সময় তারা সাধারণ জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং অতীতের ন্যায় আগামীতেও জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ চলাকালে এলাকার স্থানীয় ব্যাক্তিবর্গের পাশাপাশি উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেকান্দার হোসেন মিয়া, লিটন দাশ, শিবু দত্ত, এনামুল হক, সুমন রায় চৌধুরী, সুজিত দে, এডভোকেট গৌতম হাজারী, স্বাগতম সিং হাজারী, হানিফ জ্যাকি, তারেক চৌধুরী, কামরুজ্জামান ফয়সাল, বিরাম চক্রবর্তী, নিপু শর্ম্মা, হেমন্ত রায়, জয় চৌধুরী, শামীম আজাদ রুবেল, প্রিয়ম দে, এডভোকেট সুব্রত চৌধুরী, রাজীব সিকদার বিল্লু, মো. রানা, আবদুল্লাহ আল মাবুদ, আবদুল্লাহ আল মাসুম, গোপন দাশ সহ ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।