নৌকা ও ব্যাডমিন্টন প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছেন ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আবদুল কাদেরের সহধমিনী নুসরাত জাহান। তিনি বলেন, একটি মহল চক্রান্ত করে আমার স্বামীকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি মিথ্যা মামলায় জড়িয়েছে। তিনি সকলের প্রতি আবদুল কাদেরের মুক্তির জন্য দোয়া কামনা করেন এবং ২৭ তারিখ ভোট কেন্দ্র গিয়ে সকলকে ব্যাডমিন্টন প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।