‘গলাকাটা’ হোল্ডিং ট্যাক্স আইন বাতিলের দাবিতে গতকাল মঙ্গলরবার ওয়ার্ড কাউন্সিলরদের স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ। এছাড়া ২ সেপ্টেম্বর বিকেল ৩টায় কদমতলী আবুল খায়ের মেম্বারচত্বরে ‘জনসভা’ করা হবে।চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক আমীর উদ্দিন বলেন, হোল্ডিং ট্যাক্স নিয়ে ভোগান্তি চট্টগ্রামবাসীর পিছু ছাড়ছেই না। ২০১৬ সালে বাড়িভাড়ার আয়ের উপরে ১৭ শতাংশ হারে তৎকালীন মেয়র গলাকাটা গৃহকর নেয়ার যে তোড়জোড় শুরু করেছিলেন তার বিরুদ্ধে চট্টগ্রামের মানুষ করদাতা সুরক্ষা পরিষদের ব্যানারে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। এই আন্দোলনের তীব্রতায় ২০১৭ সালের নভেম্বর মাসে গলাকাটা এ অ্যাসেসমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্থগিত করা হয়। সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন আবার সেটা আদায় শুরু হয়েছে।