কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

সরবরাহ সংকটের অজুহাতে কাঁচা মরিচের রেকর্ড দাম বৃদ্ধি হয়েছে। গতকাল নগরীর বিভিন্ন সবজির বাজারে কাঁচা মরিচের কেজি বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। একদিনের ব্যবধানে কেজিতে কাঁচা মরিচের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। অনুমতি দেয়া হয়েছে টমেটো আমদানিরও।

নগরীর কাজীর দেউড়ি বাজারে কাঁচামরিচ কিনতে আসা ক্রেতা শাহ আলম বলেন, প্রতিটি নিত্যপণ্যের দাম বলতে গেলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত সপ্তাহে কাঁচা মরিচের দাম ছিল ১৫০ টাকা। এখন সেটি কেজিতে প্রায় ১৫০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের ইনকাম তো আর সেভাবে বাড়ছে না।

কাজীর দেউরি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, পাইকারী বাজারে কাঁচা মরিচের সরবরাহ অনেক কমে গেছে। যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। পাইকারী বাজার থেকে আমাদের এখন প্রতি কেজি কাঁচা মরিচ কিনতে হচ্ছে ২৫০ টাকায়। আমরা সীমিত লাভে মরিচ বিক্রি করছি।

উল্লেখ্য, গতকাল রোববার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ এবং ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমতি বা আইপি দিয়েছে মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধস্বামীর মুক্তিপণ দিতে গিয়ে স্ত্রীসহ তিন নারী অপহৃত
পরবর্তী নিবন্ধসিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের পরীক্ষা পেছাল উত্তাল সাগরে