কষ্ট করে হলেও ঘরে থাকুন : সুজন

| শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

লকডাউনে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকায় নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী জীবন ও জীবিকাকে সমুন্নত রেখে করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেশ কিছু নির্দেশনা প্রদান করেছেন। এরই আলোকে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার।
নগরবাসীর উদ্দেশে তিনি বিনয়ের সাথে বলেন, কষ্ট করে হলেও ঘরে থাকুন, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। সেই সাথে নিজ নিজ এলাকায় অবস্থাসম্পন্ন ব্যক্তিবর্গকে গরীব ও নিম্ন আয়ের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও অনুরোধ জানান তিনি। প্রবাসীদের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে তিনি সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের স্বার্থে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চালু রাখার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধপরলোকে লেখক মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধঅসচ্ছল ৩শ’ পরিবার পেলো জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী