কুয়াশায় জড়সড় দোপাট্টার আলসে সব পু্ঁতি
মাঘ মাঝামাঝি
বেহাগে রচি
দীর্ঘতম রাতি
পাইনি খুঁজে সহসা পালঙ্কবিলাস
মাঝে -সাঁঝে ধরি,জ্যামে সিটি বাস।
পা দু’খানায় রোদ ঝলমল শিশির
গল্প -সল্পে মাতামাতি যুগ্মরাত-নিশির
জরথর হয়ে রাঙা পীঠের বেস্টনি
কাছাকাছি চলো একটু রেস্ট নি।
খুলতে পারে বিঁধতে পারে আলিঙ্গনে জট
উপছে উঠে ভিজতে পারে বিলীন নদীতট
নখে – বুকে স্বর্ণফলা আদরে আদর
কূল ভেঙে সব আবেগেরা নেবে অবসর।
বাস্তু-ভিটেয় জ্বলবে আলো লু লু
বদ্বীপ ভরাট উড়ে মরু বালু
তপ্ত হয়ে দেহনদে সুবাস ছড়ালো
কষ্টরাঙা আঙুলে আঙুল ওষ্ঠ বাড়ালো।