কল্পলোক আবাসিকের অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার করা হোক

| রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলি নদীর অববাহিকা ঘেঁষে গড়ে উঠেছে কল্পলোক আবাসিক। যেটি বাকলিয়া থানার অন্তর্গত পরিকল্পিত একটি আবাসিক এলাকা। এটি চট্টগ্রাম শহরের নান্দনিক আবাসিক সমূহের মধ্যে অন্যতম এবং অনন্য। সাপ্তাহিক ছুটির দিনে কল্পলোক আবাসিক এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা মেলে। এছাড়াও সপ্তাহের অন্যান্য দিনগুলোতেও কল্পলোক আবাসিক এলাকায় ভ্রমণপিয়াসুদের দেখা যায়। এদিকে এমন একটি সম্ভাবনাময় পর্যটন এলাকার তথা কল্পলোক আবাসিক এলাকার প্রধান প্রধান সড়কগুলোর বেহাল দশা। যেখানে কাঁচা রাস্তাও চোখে পড়ার মতো। কল্পলোক আবাসিক এলাকাটি সম্ভাবনাময় পর্যটন অঞ্চল হলেও যাতায়াত সড়কের নাজুক অবস্থা বললেই চলে। যেখানে সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে যায়। এতে করে জনসাধারণকে চলাফেরা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মূল সড়কের সাথে যুক্ত অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা খুবই শোচনীয়। যা কাঁদায় একাকার হয়ে আছে। রাস্তা খারাপ হওয়ায় আবাসিক এলাকায় বাসিন্দাদেরকেও চলাফেরা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই আবাসিক এলাকাটিতে যতটা সুযোগ সুবিধা থাকার কথা তা নেই বললেও চলে। প্রতিটি রাস্তা ভাঙা, ইট বসানো সড়কে নেই পিচ ঢালাই। উল্লেখ্য এই এলাকায় জনসাধারণ বিভিন্ন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। সর্বোপরি কল্পলোক আবাসিক এলাকার জনসাধারণের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবাসিকের অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার করে সর্বজনের দুর্ভোগ লাগব করবেন। এতে করে জনসাধারণ যাতায়াত ব্যবস্থা প্রাণবন্ত হবে।

ফাতেমাতুজ জোহুরা

কল্পলোক আবাসিক এলাকা,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবুল হাসান : নিঃসঙ্গতার কবি
পরবর্তী নিবন্ধপৃথিবীটা আজ বড়ই অশান্ত