সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরই অনেক আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠান করা হলেও করোনা মহামারীর কারণে গত বছর বাংলা ১৪২৭ সনে কোনো ধরণের বর্ষবরণ অনুষ্ঠান হয়নি কলোরাডোতে।
এবারও করোনা মহামারীর কারণে স্বল্প পরিসরে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান।
বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলা ১৪২৮ সনকে বরণ করে নেন কলোরাডোর বাঙালিরা।
অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন হাসান জাহিদ, রনি আলম, উজ্জল দাস, সামায়েত সম্পা, মৃত্তিকা দেওয়ানজি, পমি চৌধুরী ও ফারজানা আফরিন।
অনুষ্ঠান সজ্জার দায়িত্বে ছিলেন ফাওজিয়া বেগম শুকরিয়া।                         
 
        
