কলেজিয়েট স্কুলে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

| সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন বেসরকারি জাতীয় কমিটি ও চট্টল ইয়ুথ কয়ারের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। লায়ন সুজিত দাশ অপুর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিক। বক্তব্য রাখেন সমীরণ পাল, প্রণব রাজ বড়ুয়া, ছবির আহাম্মদ, সুজিত চৌধুরী মিন্টু, হানিফুল ইসলাম, শিউলী আক্তার, মোহাম্মদ হোসেন, শতরূপা তালুকদার প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান বলেন, ২০১৪ সালে চট্টল ইয়ুথ কয়ার বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উযাপনের কাজ শুরু করে এবং এ কর্মসূচি চলমান। বঙ্গবন্ধু বিষয়ক কর্মসূচি ও প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ নিয়ে আমাদের কর্মসূচি ২০২৮ সাল পর্যন্ত চলবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনোভেশন আইডিয়াতে সিটি কলেজের কৃতিত্ব ও সাফল্য
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও নজরুল বাঙালি হৃদয়ে চির জাগরুক থাকবে