আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের অধীন স্থানীয় কলিম উল্লাহ মাস্টার স্কুলটি অন্যতম একটি (ভোট) কেন্দ্র। বরাবরই এ স্কুলটি ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে। নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত জুবিলী রোডে এই কেন্দ্রের অবস্থান। এই কেন্দ্রের সিংহভাগ ভোটার স্থানীয়রাই। ভোটের দিন এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের তৎপরতা ও উপস্থিতিও থাকে বেশী। এতে সম্ভাব্য যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার শংকায় থাকে ভোটারেরা। গত চসিক নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর প্রার্থী (যিনি এই নির্বাচনেও একজন প্রার্থী) আহত হন। আমি নিজেও নিক্ষিপ্ত ইটের আঘাতে আহত হয়েছিলাম। এই সময় আমি এই কেন্দ্রে মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলাম। এবারও এই দায়িত্বে আছি বিধায় সার্বিক দিক বিশেষ করে ভোটারদের কথা বিবেচনা করে এ কেন্দ্রের বাহিরে বাড়তি নিরাপত্তা দানের বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেওয়ার দরকার বলে মনে করি।
বজল আহমদ, প্রচার সম্পাদক, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ,চট্টগ্রাম।