গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) উদ্যোগে লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজানের আদারচর এলাকায় বন্যায় গৃহহীন মানুষের জন্য গত ১ সেপ্টেম্বর ঢেউটিন বিতরণ করা হয়েছে। বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণীর সার্বিক তত্ত্বাবধানে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম–চট্টগ্রামের সভাপতি সমাজসেবক শিবু প্রসাদ দত্ত, ডা. নারায়ণ চন্দ্র নাথ, জয়নাথ সরকার, সমাজসেবক সুমন কুমার বণিক, অ্যাড. গৌতম কান্তি চন্দ, সৌমেন নাথ, শিল্পী চৌধুরী, পম্পা দেবী।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক বলরাম দেবনাথ, নিমাই চাঁদ গোস্বামী, মো. শাহজাহান শাকিল, সমাজসেবক অধর কান্তি নাথ টিপু, সংগঠক কৃষ্ণানন্দ নাথ প্রমুখ। শেষে অতিথিবৃন্দ বন্যায় তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন।












