কলাউজানে ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৭ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজানের মালিপাড়া ও বাহাদুর পাড়ায় অবস্থিত কেবিকে ইটভাটার কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ব্যাপারে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহা-পরিচালক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জোনের পরিচালক, চট্টগ্রাম জেলা প্রশাসক ও ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করে অবৈধভাবে ফসলি জমি ও জনবসতি এলাকায় কেবিকে ইটভাটা গড়ে তোলা হয়। পরিবেশ ধ্বংসকারী এই ইটভাটা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ২০১৯ সালের ১৪ মে মামলা (রাইটিং পিটিশন নং- ৪১৮৩) দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাশিদা চৌধুরী নীলু। এরই প্রেক্ষিতে গত ২৪ নভেম্বর বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয় বেঞ্চ শুনানিতে এ নির্দেশ দেন।
লোহাগাড়া ইউএনও আহসান হাবিব জিতু বলেন, হাইকোর্টের আদেশের কপি পেয়েছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসডির বার্ষিক সাধারণ সভা কাল
পরবর্তী নিবন্ধ৯ সাইক্লিস্টের পাহাড় জয়ের স্বপ্ন