কলকাতায় যাচ্ছে বাংলাদেশের ৩৭ সিনেমা

| শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

কলকাতায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। আগামীকাল ২৯ অক্টোবর শুরু হতে যাওয়া এই উৎসবে বাংলাদেশের ৩৭ সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে-‘হাসিনা এ ডটার’স টেল’, ‘হাওয়া’, ‘পরাণ’, ‘গুণীন’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘কালবেলা’, ‘বিউটি সার্কাস’, ‘শাটল ট্রেন’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘গলুই’ ও ‘নবাব এলএলবি’। বাংলাদেশ সরকারের তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় বাংলাদেশ উপ-হইকমিশনের ব্যবস্থাপনায় কলকাতার রবীন্দ্র সদনে চতুর্থবারের মতো হচ্ছে উৎসব। খবর বাংলানিউজের।

উৎসব উপলক্ষে বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি এবং পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়।

বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। উপস্থিত থাকবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম এবং উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্রের শিল্পীরা।

পূর্ববর্তী নিবন্ধনির্মলেন্দু গুণের কবিতা নিয়ে ফের সিনেমা
পরবর্তী নিবন্ধস্ত্রীর গল্পে সিনেমা প্রযোজনায় ধোনি!