কলকাতায় জয়ার ব্যস্ত সময়

| বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

জয়া আহসান। কলকাতার ইন্ডাস্ট্রিতে বেশ শক্ত একটি জায়গা করে ফেলেছেন। সেখানে টানা কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন এবং নতুন নতুন চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন তিনি। বর্তমানে জয়া ব্যস্ত রয়েছেন সৌকর্য ঘোষাল পরিচালিত ‘কালান্তর’ নামের একটি সিনেমা নিয়ে। সিনেমার প্রেক্ষাপট বঙ্গভঙ্গের উত্তাল সময় নিয়ে, এতে এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। সমপ্রতি শুরু হয়েছে সিনেমাটির শেষ লটের কাজ। জয়া জানান, ঝাড়খণ্ডের ম্যাকলাস্কিগঞ্জে এ সিনেমার জোরকদমে শুটিং চলছে। এ মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়ে যাবে।
কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ সিনেমায় উঠে আসবেন অরবিন্দ ঘোষ বা বাঘাযতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর গল্প। সঙ্গে আরও আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না। সিনেমাটি ঘোষণার সময় পরিচালক বলেছিলেন, ১৯০৫ সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করার পরিকল্পনা করছে, তখন বিপ্লবী সংগঠন যুগান্তর এর বিরোধিতা করে। বাংলায় সশস্ত্র বিপ্লব শুরু হয় মূলত অরবিন্দ ঘোষের নেতৃত্বে। সেই বিক্ষুব্ধ সময়টাকে ধরার চেষ্টা করবো সিনেমায়। ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কাল্পনিক চরিত্র মিশিয়ে লেখা হয়েছে কালান্তর এর গল্প। এতে আরও অভিনয় করছেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

পূর্ববর্তী নিবন্ধতিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআমি অতটা প্রতিভাবান নই