আমি অতটা প্রতিভাবান নই

| বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

ইরেশ যাকের। ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাকে দেখা গেছে ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রী’, ‘স্বপ্নজাল’ ও ‘দেবী’ সিনেমায়ও। সমপ্রতি আলোচনায় এসেছে তার ‘মুখোশ’ সিনেমাটি। সেখানে প্রযোজকের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছেন। ইফতেখার শুভ পরিচালিত এ সিনেমায় মোশাররফ করিম, আজাদ আবুল কালামদের পাশাপাশি বিশেষভাবে তার চরিত্রটি প্রশংসা পাচ্ছে। এই সিনেমা থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? এ অভিনেতা লেন, আমার সহকর্মীরা সবসময় বলে যে, সবাই তাদের ফোন করে কাজের প্রশংসা করে। তবে আমার সঙ্গে কোনোদিন এমনটা হয়নি। আমাকে কেউ সেভাবে মুখের উপর প্রশংসা করে না। তাই আমি বলতে পারবো না প্রতিক্রিয়ার কথা। যেহেতু সরাসরি কিছু শুনিনি। আপনারা যেহেতু শুনেছেন, মানুষজন ভালো বলছেন। তার মানে কিছুটা হলেও ভালো হয়েছে। এদিকে, শুধু ‘মুখোশ’ নয় সদ্য মুক্তিপ্রাপ্ত ইরেশ যাকেরের আরেক সিনেমা ‘গুণিন’-থেকেও প্রশংসা পেতে শুরু করেছেন। এই সিনেমাটি নিয়ে প্রত্যাশা কেমন? গুণী এ অভিনেতা বলেন, আমি মন থেকে আশা করছি ‘গুণিন’- সিনেমাটা দর্শকদের ভালো লাগবে। কারণ, ভালো লাগার মতো সিনেমা এটি। আমার অনেক সুন্দর অভিজ্ঞতা হয়েছে কাজ করতে গিয়ে। আসলে অনেকদিন পর তৃপ্তি পেয়েছি এই সিনেমায় অভিনয় করে।

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় জয়ার ব্যস্ত সময়
পরবর্তী নিবন্ধ‘জন্মভূমি মা’ নিয়ে আসছেন মার্সেল