আয় কমে যাওয়ার কারণে দেশের মানুষ গত বছরের মতো এবারও সরকারকে কর দিচ্ছে না। একইভাবে ব্যবসা করে গত বছরের মতো তারা সরকারকে ভ্যাটও দিচ্ছে না। তবে আমদানি ও রফতানি খাত থেকে সরকার ভালো রাজস্ব পাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের তথ্য বলছে, গত অর্থবছরের প্রথম দুই মাসের (জুলাই- আগস্ট) তুলনায় এই অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি ও রফতানি খাতে সরকারের আয় বেশি হয়েছে, যার পরিমাণ ৪৩৫ কোটি ৭০ লাখ টাকা।
এনবিআরের তথ্যে দেখা যায়, গত বছরের জুলাই ও আগস্ট এই দুই মাসে আয়কর ও ভ্রমণ কর থেকে সরকারের আয় হয়েছিল ৮ হাজার ৯০৭ কোটি টাকা। এই বছরের জুলাই ও আগস্ট মাসে সরকার এ খাত থেকে তার চেয়ে ১০৫ কোটি টাকা কম রাজস্ব আহরণ করেছে। অর্থবছরের প্রথম দুই মাসে সরকার আয়কর ও ভ্রমণ কর থেকে রাজস্ব আহরণ করেছে ৮ হাজার ৮০২ কোটি টাকা।
এনবিআরের তথ্য মতে, গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় এই বছরের প্রথম দুই মাসে স্থানীয় পর্যায়ে মূসক বা ভ্যাট থেকে আদায় কমেছে ২৮০ কোটি ৮৮ লাখ টাকা। এনবিআরের হিসাবে, এই অর্থবছরের প্রথম দুই মাসে ভ্যাট থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫১ কোটি ৭০ লাখ টাকা। আর গত বছরের একই সময়ে ভ্যাট থেকে আদায় হয়েছিল ১১ হাজার ৬৩২ কোটি ৫৮ লাখ টাকা।
অর্থনীতিবিদরা বলছেন, করোনার কারণে মানুষের আয় কমে গেছে, যার কারণে আয়কর খাত থেকে সরকারের আয়ও কমে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, করোনায় মানুষের আয় কমেছে ২০ শতাংশ। বিবিএস বলছে, করোনার আগে গত মার্চ মাসে প্রতি পরিবারের মাসিক গড় আয় ছিল ১৯ হাজার ৪২৫ টাকা। আগস্টে কমে দাঁড়ায় ১৫ হাজার ৪৯২ টাকায়। অর্থাৎ পাঁচ মাসের ব্যবধানে পরিবার প্রতি আয় কমেছে প্রায় চার হাজার টাকা।
এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, যেখানে মানুষের আয় কমে যায়, সেখানে রাজস্ব আহরণও কমে যাওয়ারই কথা। তার মতে, ব্যবসা-বাণিজ্য সব চালু হলেও স্বাভাবিক হতে অন্তত একবছর লেগে যাবে। তিনি উল্লেখ করেন, বেচাকেনা যখন বাড়বে তখন ভ্যাট আদায়ও বাড়বে। মানুষের আয় যখন বাড়বে, তখন আয়কর খাত থেকে সরকারের আয়ও বাড়বে। অবশ্য আয়কর খাত ও ভ্যাট থেকে সরকারের আয় কমলেও আমদানি ও রফতানি পর্যায়ে সরকারের রাজস্ব আয় বেড়েছে। এনবিআরের তথ্য বলছে, গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় এই অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি ও রফতানি খাত থেকে সরকারের রাজস্ব আয় বেশি হয়েছে, যার পরিমাণ ৪৩৫ কোটি ৭০ লাখ টাকা। এনবিআরের গবেষণা প্রতিবেদন ও পরিসংখ্যান অনুবিভাগের তথ্য বলছে, এই বছরের জুলাই ও আগস্ট দুই মাস শেষে আমদানি ও রফতানি পর্যায়ে সরকারের আয় হয়েছে ১০ হাজার ৮ কোটি ৫১ লাখ টাকা।