ইসলামী ছাত্রসেনা মহানগর উত্তরের কাউন্সিল ও সম্মেলন গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। মহানগর উত্তর ছাত্রসেনা সভাপতি মুহাম্মদ মঈনুদ্দীন কাদেরীর সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা পীরজাদা আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্। উদ্বোধক ছিলেন নগর উত্তর ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ। অতিথি ছিলেন ফজলুল করিম তালুকদার, মুহাম্মদ মারুফ রেজা, হাবিবুল মোস্তফা ছিদ্দিকী, নুরুল্লাহ রায়হান খান, মুহাম্মদ সাইফুদ্দীন। কাউন্সিলে মুহাম্মদ বেলাল কাদেরীকে সভাপতি, হুমায়ুন পারভেজকে সাধারণ সম্পাদক, শফিউল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য নগর উত্তর নতুন কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি