সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশে কৃষিখাত এগিয়ে যাচ্ছে। আমাদের কৃষির বিপুল সম্ভাবনা রয়েছে এবং এগিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে কারণ সরকার ইতিমধ্যেই এই সেক্টরের সুবিধার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যা প্রয়োজন তা হল একটি সহায়ক ব্যবসায়িক পরিবেশ এবং উদার তহবিল যা আমাদের ক্ষুদ্র কৃষকদের পক্ষে সহজে সাশ্রয়ী প্রয়োজনীয় সহায়ক পরিবেশ পেলে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি হতে পারে কৃষি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি দেশের কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি এ মন্তব্য করেন। তিনি গতকাল শনিবার লালমনিরহাট সরকারি কলেজ অডিটোরিয়ামে ইউসিবির সিএসআর প্রকল্প ‘ভরোসার নতুন জানালা’র আওতায় কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষিকে বরাবরই অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হয়েছে। সরকারের বহুমুখী পদক্ষেপ ও পরিকল্পনায় কৃষি আমাদের কাছে বিস্ময়কর সাফল্য নিয়ে এসেছে। বিশেষ করে, কৃষিতে প্রযুক্তি ব্যবহারে তাদের সুবিধা প্রদানসহ কৃষককেন্দ্রিক উদ্যোগ দেশকে খাদ্য ঘাটতি থেকে খাদ্য উদ্বৃত্ত দেশে রূপান্তরিত করেছে। তিনি বলেন,কর্মসংস্থানে কৃষি উদ্যোক্তা তৈরি করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই। এতে অতিথি ছিলেন ইউসিবির উপ–ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান। তিনি বলেন, আমাদের বিশেষ সিএসআর প্রকল্প দেশের কৃষি–উদ্যোক্তাদের মনে একটি ভরোসার নতুন জানালা খুলে দেবে এটি সোনার বাংলা গড়ার মন্ত্রে অনুপ্রাণিত হয়ে কৃষি ও কৃষকদের পাশে দাঁড়ানোর একটি ‘পথ’ খুঁজে পেতে সহায়তা করবে। দিনব্যাপী কৃষি–উদ্যোক্তা সম্মেলনে লালমনিরহাট জেলার ৫টি উপজেলার প্রায় ২৫০ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। উপইিউসিবির উপ–ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া, কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, অধ্যক্ষ মো ইউসুফ আলী। প্রেস বিজ্ঞপ্তি।