কর্মক্ষেত্রে শুদ্ধাচার গুরুত্বপূর্ণ বিষয়

চবিতে প্রশিক্ষণ কর্মশালায় উপাচার্য

| বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. তানজিনা শারমিন নিপুনের সঞ্চালনায় অনুষ্ঠানে রিসোর্স পার্সন ছিলেন সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর এস এম মনিরুল হাসান। উপাচার্য চবি কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালা আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কর্মক্ষেত্রে শুদ্ধাচার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে যথাসময়ে অফিসের কার্যক্রম সুসম্পন্ন করা, সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে সহকর্মীসহ সকলের সাথে সদ্ভাব বজায় রাখা, সুন্দর আচরণের মাধ্যমে সেবাপ্রার্থীদের যথাসময়ে সেবা প্রদান করা এবং সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্বপালন করা শুদ্ধাচারের অন্তর্ভুক্ত। এ সকল গুণাবলী অর্জন ও প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানকে যেমন সমৃদ্ধ করা যায়, তেমনি নিজের ব্যক্তিগত জীবনকেও সুন্দর করা যায়। তিনি বলেন,অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা শুদ্ধাচারের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা স্ব স্ব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনামের পাশাপাশি নিজেদেরকে অধিকতর দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রে শিক্ষার্থীদের প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের জাহাজভাঙা শিল্পকে এগিয়ে নিতে সহযোগিতা চায় নরওয়ে