কর্নেল হাট মোড়ে তুলকালাম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

সোমবার সকাল ১১টা। নগরীর কর্ণেল হাট মোড়ে তুলকালাম কাণ্ড। দায়িত্বরত এক ট্রাফিক ইন্সপেক্টরকে আটকে রেখেছেন ক্ষুব্ধ পরিবহণ শ্রমিকরা। খবর পেয়ে ছুটে আসেন আকবর শাহ থানা পুলিশের একটি টিম। শ্রমিকদের অভিযোগ এক চালককে মারধর করেছেন দায়িত্বরত টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মামুন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, থানা থেকে পুলিশ আসার পর পরই ক্ষুব্ধ শ্রমিকদের রোষানল থেকে বাঁচতে মোটর সাইকেলে করে পালিয়ে যান টিআই মামুন। ঘটনাস্থলে শ্রমিকদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, টিআই মামুন একটি মোটর সাইকেল করে স্থান ত্যাগ করছেন। এসময় ক্ষুব্ধ শ্রমিকরা মিছিল নিয়ে তাকে ধাওয়া দেওয়ার চেষ্টা করছেন। এসময় অন্য পুলিশ সদস্যরা শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছেন।
ঘটনাস্থলে এক ক্ষুব্ধ শ্রমিক ওয়াহিদ বলেন, ‘টিআই ডকুমেন্ট নিতে পারেন, টাকা খাইতে পারেন, মামলা দিতে পারেন। কিন্তু চালক-হেলপারদের বিনাদোষে মারধর করেন টিআই মামুন। আজকেও একে খান মোড়ের দিকে এক চালককে মেরেছে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে তাকে আটকিয়েছে।’
বাংলাদেশ অটোরিকশা ও হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘টিআই মামুন নিয়মিত ম্যাক্সিমা গাড়ি থেকে মাসোহারা নেন, সিটির পরে চলাচলকারী বাসগুলো থেকেও মাসোহারা নেন। আজকে টাকা পয়সার জন্য আন্দোলন হয়নি। একটি গাড়িকে মামলা দেওয়ার সময় তারেক নামের এক চালককে মেরেছেন। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠে। খবর পেয়ে শ্রমিকদের রোষানল থেকে টিআই মামুনকে রক্ষা করেছি। শুধু আজকে নয় প্রতিদিনই শ্রমিকদের মারধর করেন তিনি। আমরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে টিআই মামুনের প্রত্যাহারের দাবি জানিয়েছি।’
এ ব্যাপারে আকবর শাহ থানার ওসি মোহাম্মদ জহির হোসেন দৈনিক আজাদীকে বলেন, ‘কর্ণেল হাট এলাকায় শ্রমিকদের সাথে টিআই মামুন সাহেবের ভুল বুঝাবুঝি হয়েছে। মূলত তিনি অবৈধ গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াতে সিএনজি ও বাস শ্রমিকরা তার উপর ক্ষিপ্ত ছিলেন। সোমবার সকালে একটি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়ার সময় এক শ্রমিককে মারধরের অভিযোগ করছিল অন্য পরিবহন শ্রমিকরা। এসময় কিছু শ্রমিক ক্ষুব্ধ হয়ে উঠলে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে টিআই মামুনকে সরিয়ে দিই। তাকে কোন গণপিঠুনির ঘটনা ঘটেনি। কিন্তু তিনি চলে যাওয়ার সময় কিছু শ্রমিক পিছু নেওয়ার চেষ্টা করেছিল। তবে আমরা শ্রমিকদের শান্ত করেছি।’

পূর্ববর্তী নিবন্ধজহুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোয়ালখালীর পৌর মেয়র নির্বাচিত
পরবর্তী নিবন্ধথাকছে না পিইসি জেএসসি