‘কর্তৃত্ববাদী’ জোটের মুখে আছে পশ্চিমা দেশগুলো : নেটো প্রধান

| সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

নেটো প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে অনেক বেশি ঘনিষ্ঠভাবে কাজ করছে ‘কর্তৃত্ববাদী শক্তির দেশগুলোর একটি জোট’। বিবিসিকে তিনি বলেন, রাশিয়া, ইরান, চীন এবং উত্তর কোরিয়া ক্রমেই আরও বেশি করে জোটবদ্ধ হচ্ছে। স্টলটেনবার্গ পশ্চিমা সামরিক জোট নেটোর প্রধান হয়েছেন ১০ বছর আগে। এই জোটের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। গতকাল রোববার সেটি প্রচারিত হয়। এই সাক্ষাৎকারেই সাংবাদিক লরা কেসেনবার্গকে স্টলটেনবার্গ বলেছেন, বিশ্ব এখন অনেক বেশি বিপজ্জনক। অনেক বেশি অনিশ্চিত এবং অনেক বেশি সহিংস। বিশ্বে এখন একটি কর্তৃত্ববাদী জোট আছে, যারা একে অপরকে বাস্তবিক সমর্থন দিচ্ছে এবং উত্তরোত্তর একাট্টা হচ্ছে। খবর বিডিনিউজের। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, যুদ্ধে রাশিয়ার অর্থনীতির চালিকাশক্তি হিসাবে কাজ করছে চীন। প্রতিরক্ষাখাতে গুরুত্বপূর্ণ সাজসরঞ্জাম সরবরাহ করছে তারা। বিনিময়ে রাশিয়াও তাদের ভবিষ্যৎ চীনের কাছে গচ্ছিত রাখছে। ওদিকে, ইরান ও উত্তর কোরিয়া থেকে গোলাবারুদ এবং সামরিক যন্ত্রপাতি পাওয়ার বিনিময়ে রাশিয়া দেশদুটিকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে। কর্তৃত্ববাদী শক্তির এই জোটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে নেটো জোটকে এর ভৌগলিক সীমানার বাইরে গিয়ে অন্য দেশগুলোর সঙ্গে কাজ করতে হবে (যেমন : জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশ) বলে মত দেন স্টলটেনবার্গ। নেটো প্রধান স্টলটেনবার্গ সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনকে আরও অর্থসহায়তা দিতে আরও বেশি দেশকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছেন। নেটো দেশগুলো আগামী জুলাইয়ের মধ্যে ইউক্রেনে অর্থায়নের একটি চুক্তিতে পৌঁছতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের
পরবর্তী নিবন্ধজিম্মিদের মুক্ত করে আনার দাবিতে ইসরায়েলে লাখো মানুষের বিক্ষোভ