নগরীর কর্ণফুলী মার্কেটের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন কমিটির সভাপতি মো. ইয়াছিন। গত ১৫ মার্চ রাত ১১টায় অভিষেক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে মার্কেটের দক্ষিণ গেটে ৪–৫ জন সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চমকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ।
তিনি আজাদীকে বলেন, এই ব্যাপারে গতকাল ডবলমুরিং থানায় মামলা দয়ের করা হয়েছে। কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল মার্কেটের ব্যবসায়ীরা দুপুর ১টা পর্যন্ত দোকান বন্ধ রেখে ব্যবসায়ী–কর্মচারীরা শেখ মুজিব রোডে একত্রিত হয়ে মানববন্ধন করে। একই সাথে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা।