কর্ণফুলী নদী চরপাথরঘাটা এলাকায় নদী থেকে ৩২ বছর বয়সী অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ–থানা পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকায় পোর্টল্যান্ড ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সদরঘাট নৌ পুলিশের উপ পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। লাশের পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটি দুই একদিন পূর্বের।
তাই শরীরে সামান্য পচন ধরে উঠছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.











