কর্ণফুলী নদীর পাঁচ নম্বর ঘাটের সামনে থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, নদীতে মৃতদেহ ভাসছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখান থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়। তবে এখনো দেহের পরিচয় পাওয়া যায়নি।
লাশটি উদ্ধার করে সুরতহালের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত ডিএনএ সংগ্রহ করে রাখা হবে।











