কর্ণফুলী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর ২ নম্বর মুরিং বয়ার কাছ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত। পরনে জিন্সের প্যান্ট, কালো বেল্ট ও গায়ে হাফ হাতা চেক গেঞ্জি পরা ছিল। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম সাংবাদিকদের বলেন, নজরুল ইসলাম নামের এক ব্যক্তি জরুরি সেবা নম্বরে কল দিয়ে মরদেহ দেখতে পাওয়ার তথ্যটি আমাদের জানান। খবর পেয়ে আমরা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করি। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য পিবিআই ও সিআইডিকে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব প্রাণী দিবসে নগরীর কুকুর বিড়ালের পাশে লাইফ ফর লাইফ
পরবর্তী নিবন্ধঋণখেলাপি মামলায় ব্যবসায়ী কারাগারে