কর্ণফুলী উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৪ নভেম্বর কর্ণফুলীস্থ এতিমখানায় খতমে কোরান, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইসলাম আহমদ। এতে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা শ্রমিক লীগের সভাপতি জালাল উদ্দীন বাপ্পি, সহ সভাপতি আকরাম মাহমুদ, দপ্তর সম্পাদক মারুফ, চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়ন শ্রমিক লীগের আলাউদ্দিন আহাদ, ইমরান হোসেন, আজগর আল পাপ্পু, ইসমাইল সহ উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম টুটুল, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জাফর আহমেদ আরিফ সহ শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। দোয়া ও মুনাজাত করেন হাফেজ এয়ার মোহাম্মদ।