ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় রাসূল (দ.) এর মূলনীতি অনুসরণ করতে হবে

বিভিন্নস্থানে মিলাদুন্নবী মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বর্তমানে মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তাই হিংসা-বিভেদ ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ, কোনো প্রকার হত্যা, অরাজকতা ইসলাম সমর্থন করে না। পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় রাসূল (দ.) এর মূলনীতি অনুসরণ করতে হবে। বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী মুহাম্মদ ফোরকান রেজার ব্যবস্থাপনায় গত ৩ নভেম্বর ফটিকছড়ি কাজী মুহাম্মদ ত্বকীর বাড়ির বখতিয়ার ভূঁইয়ার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আল্লামা মুহাম্মদ বোরহান উদ্দিন শামসী। উদ্বোধনী বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাঈল। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব ও আন্‌জুমানে রজভীয়া নুরীয়ার চেয়ারম্যান পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)। স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও আন্‌জুমানে রজভীয়া নূরীয়া কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মুহাম্মদ ফোরকান রেজা। মাওলানা আব্দুস শাকুর আনছারীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা মুখতার আহমদ রেজভী, মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা মুহাম্মদ ছালামত রেযা কাদেরী, মুহাম্মদ আহসান হাবীব। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদের রজভী, আল্লামা আবু বকর ছিদ্দিকী, আল্লামা নুরুল আলম মুনীরী, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন মুনীরী, মাওলানা মুহাম্মদ আবু তৈয়্যব মুহাম্মদ মুজিবুল হক, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ মোস্তফা আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবুল কালাম আহমদী, মাওলানা মুহাম্মদ সিরাজুল গনি, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ মিনহাজ নূরী, হাফেজ আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী প্রমুখ। শেষে বিশ্বের সকল মুসলমানের মঙ্গল কামনায় মুনাজাত করা হয়।
শাকপুরায় ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল : বোয়ালখালীর শাকপুরায় হযরত শাহ মাওলানা রশীদ আহমদ (রহ.) ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গত ৩১ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শাহ্‌ মাওলানা নূর মোহাম্মদ মোজাদ্দেদী (মা. জি. আ.)’র সভাপতিত্বে বাদে মাগরিব মাহফিলে তকরির পেশ করেন মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবদুল গফুর তালুকদার, শাহ্‌জাদা মাওলানা তাজুল ইসলাম নোমানী, শাহ্‌ মাওলানা আমানতউল্লাহ, এস এম ফখরুল ইসলাম নোমানী এবং জাফর আহমেদ সিদ্দিকি। পরে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন শাকপুরার পীর শাহ্‌ মাওলানা নূর মোহাম্মদ মোজাদ্দেদী (মা. জি. আ.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকদমমোবারক মসজিদে নাছিরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলা শ্রমিকলীগের মাহফিল