কর্ণফুলীর ফকিরহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আজাদী অনলাইন | শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ৮:০৫ অপরাহ্ণ

কর্ণফুলী থানার ফকিরহাট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম শহিদুল ইসলাম (৪৫) বলে জানা গেছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ফকিরহাট রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। বাংলানিউজ
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান শহিদুল। তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাজস্থলীতে মসজিদের ৫টি দান বাক্স চুরি
পরবর্তী নিবন্ধনগরীতে নয় হাজার ইয়াবাসহ গ্রেফতার ৫