নগরীতে নয় হাজার ইয়াবাসহ গ্রেফতার ৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান

আজাদী অনলাইন | শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ৮:৩৩ অপরাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট নয় হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আজ শনিবার (২৮ নভেম্বর) নগরীর কোতোয়ালী ও বাকলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সদস্যরা। বাংলানিউজ
গ্রেফতার ৫ জন হলো মো. ইলিয়াস (৩৪), মো. ইউনুচ (২০), মো. আব্দুল কাদের (৩০), শামসুন্নাহার (২৭) ও সাদেকুর রহমান (১৯)। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এবং কুমিল্লা এলাকায় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, নগরীর কোতোয়ালী, বাকলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর ফকিরহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে তিন মিনি ট্রাক জব্দ