কর্ণফুলীর কূলটায়

টি এইচ মাহির | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

আমরা যখন খেলছি মাঠে

কর্ণফুলীর কূলটায়,

ওইপাড়েতে মেঘগুলো সব

ক্ষণে ক্ষণে পাল্টায়।

সবুজ ঘাসে খেলছি তখন

দুরন্ত কিশোর দল,

চার ছক্কায় ব্যাটের ঝলক

যাচ্ছে উড়ে বল।

কালো মেঘ আসছে ছুটে

যেতে হবে বাড়ি,

ঝমঝমিয়ে পড়বে যখন

ছুটবো তাড়াতাড়ি।

পূর্ববর্তী নিবন্ধমা খোকন ও বৃষ্টি
পরবর্তী নিবন্ধযক্ষের ধন