কর্ণফুলী উপজেলায় বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বড়উঠান ইউনিয়ন ফুটবল একাদশ। তারা ফাইনালে চরলক্ষ্যা ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে। বড়উঠানের পক্ষে প্রথম গোল করেন খোরশেদুল ইসলাম মুরাদ ও দ্বিতীয় গোল করেন আসাদুল ইসলাম।
খেলায় ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন বড়উঠানের খেলোয়াড় খোরশেদুল ইসলাম মুরাদ। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, কো-চেয়ারম্যান সোলাইমান তালুকদার, কো-চেয়ারম্যান এম মহিউদ্দিন মুরাদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, বড়উঠান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রেফারি মুছা আদর্শ, উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজার সাইফুদ্দিন মানিক, বাছাই কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ, কোচ এম এ রহিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজিদ, উপজেলা ক্রীড়া সংস্থার টেকনিক্যাল ডাইরেক্টর মোঃ ফরহাদ হোসেন, মিড়িয়া কমিটির আবু সৈয়দ, শহিদুল ইসলাম রনি, সাদ্দাম হোসেন সাব্বির, বাহার হোসাইন প্রমুখ।