কর্ণফুলীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল হতদরিদ্র ৫ পরিবার

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

‘মুজিব শতবর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’- এ ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর বুঝে পেল কর্ণফুলী উপজেলার হতদরিদ্র ৫ পরিবার। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা দরিদ্র ৫ পরিবারের হাতে ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন। এসময় তাদের প্রতিটি ঘরের পাশে বিভিন্ন ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচিরও উদ্বোধন করা করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, চরলক্ষ্যা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নুরুল হাসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসোনাইছড়িতে দুস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধলকডাউনে সরকার ও চসিক ভুক্তভোগীদের পাশে রয়েছে