‘মুজিব শতবর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’- এ ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর বুঝে পেল কর্ণফুলী উপজেলার হতদরিদ্র ৫ পরিবার। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা দরিদ্র ৫ পরিবারের হাতে ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন। এসময় তাদের প্রতিটি ঘরের পাশে বিভিন্ন ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচিরও উদ্বোধন করা করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, চরলক্ষ্যা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নুরুল হাসান প্রমুখ।












