কর্ণফুলীতে দু’টি জাহাজের সংঘর্ষে নাবিক নিহত

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ৯:১৪ অপরাহ্ণ

কর্ণফুলী নদীতে দু’টি জাহাজের সংঘর্ষে আব্দুর রশিদ (৫১) নামে এক নাবিক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ডবলমুরিং ছোটপুল ব্রিকফিল্ড এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। বাংলানিউজ

তিনি এফবি মাগফেরাত নামক জাহাজের হেড অফ সেইলর পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

তিনি বলেন, “কর্ণফুলী নদীতে দু’টি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাহাজের উপর থেকে নিচের তলায় পড়ে আব্দুর রশিদ নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। তাকে বিকেল সোয়া ৪টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধহাত কেটে আত্মহত্যার চেষ্টা চবি শিক্ষার্থীর
পরবর্তী নিবন্ধকাবুলে তালেবান সরকার