কর্ণফুলীতে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিকলবাহা কলেজ বাজার ও চৌধুরী মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন।
জানা যায়, অভিযানকালে বিএসটিআই আইন–২০১৮ ও ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে শিকলবাহায় অবস্থিত নিউ পুলার আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার এবং আধুনিক ব্রেড অ্যান্ড বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে বিএসটিআইয়ের মানদণ্ড মেনে অনুমোদন গ্রহণপূর্বক উৎপাদন ও বাজারজাতের নির্দেশ দেওয়া হয়। অভিযানকালে বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার জেরিন তাসনিম ও পরীক্ষক প্রিময় জয় উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন কর্ণফুলী থানা পুলিশের একটি টিম।