কর্ণফুলীতে ফসলি জমির মাটি কেটে খনন করা হচ্ছিল পুকুর। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে আলী আকবর নামের এক যুবককে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী। দণ্ডপ্রাপ্ত আলী আকবর (৩০) জুলধা এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার বলেন, এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের পর জরিমানার টাকা নগদ দেওয়াতে তাকে আর কারাদন্ড দেয়া হয়নি।
তিনি আরো জানান, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসকের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।