কর্ণফুলীতে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ২:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে পাক পাঞ্জাতন সু্ন্নি সংগঠনের ব্যবস্থাপনায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি-২৫ এর উদ্যোগে গত ১২ ফেব্রুয়ারি বাদ যোহর থেকে রাত পর্যন্ত কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলজে মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে প্রধান অতিথির তাফসির পেশ করেন আঞ্জুমানে রজবীয়া নূরীয়া টাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী। সভাপতির তাফসির পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অছিয়র রহমান আলকাদেরী।

মাহফিলের ২য় অধিবেশনে প্রধান অতিথির তাফসির পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা সোলাইমান আনসারী। উদ্বোধকের তাফসির পেশ করেন উরকিরচর মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী সভাপতির তাফসির পেশ করেন বারীয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীল আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারী।

মাহফিলে প্রধান মুফাচ্ছিরের তাফসির পেশ করেন ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।

মাহফিলে আলোচকের তাফসির পেশ করেন সৈয়দ মুহাম্মদ হাসান আল আযাহারী, বি-বাড়িয়ার মাওলানা গোলাম রব্বানী কাশেমী, মাওলানা সৈয়দ আহমদ রেজা আলকাদেরী, মাওলানা জয়নাল আবেদীন আলকাদেরী, মাওলানা ফখরুদ্দিন আলকাদেরী, মাওলানা সোলাইমান আলী রজবী।

মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ও সমাজ সেবক নুরুল ইসলাম মেম্বার। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো: মুনছুর উদ্দিন।

তাফসির কুরআন মাহফিলে ক্বেরাত পরিবেশনা করেন ক্বারী মোসাদ্দেক মোরশেদ কাদেরী এবং নাতে রাসূল পরিবেশনা করেন শায়ের হারুনুর রশীদ কাদেরী, নূরশেদ রেজা কাদেরী, শায়ের নুরউল্লাহ মাহীর এবং শায়ের আহমদ ত্বকী।

তাফসির মাহফিলে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলাসহ সকল স্থরের ধর্মপ্রাণ মুসল্লিরা।

তাফসির কুরআন মাহফিলের বক্তব্যে রমজান মাসের গুরুত্বসহ ইসলামিক জীবন ব্যবস্থা পরিচালনা করার নানা দিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।

মাহফিল শেষে দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা করা হয়। মাহফিলে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীক, সাংবাদিক ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাফসির কুরআন মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় মাহফিল ব্যবস্থাপনা কমিটি পাক পাঞ্জাতন সু্ন্নি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন এবং প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সায়েম উদ্দিন খান উপস্থিত সব মুসল্লিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে নগর আ.লীগ নেতা সরোয়ার আলম গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ২৪ ঘন্টায় চট্টগ্রামে আ.লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার