কর্ণফুলীতে ডুবে যাওয়ার একদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাটে নৌকায় উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে পড়ে তলিয়ে যাওয়া ব্যবসায়ী মো. বাহারুল আলম বাহারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বাকলিয়া মন্দির ঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধারের কথা জানিয়েছে নৌ পুলিশ।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে নৌযান শ্রমিকরা বাকলিয়ার মন্দির ঘাট এলাকায় বাহারের মরদেহ নদীতে ভাসতে দেখেন। তারা খবর দিলে নৌ পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে নৌ পুলিশের সদরঘাট থানার ওসি মো. একরাম উল্লাহ সাংবাদিকদের বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে নগরীর মাঝিরঘাট এলাকার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে ইছানগর এলাকায় বাড়িতে ফিরছিলেন ৬২ বছর বয়সী বাহার। ৫ নম্বর জেটির পাশে জেটি ঘাট থেকে নৌকায় উঠতে গিয়ে তিনি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। পাশেই একটি লাইটার জাহাজ দাঁড়ানো ছিল। নদীতে প্রবল জোয়ার থাকায় পানিতে পড়ার পরই তিনি দ্রুত লাইটারের নিচে তলিয়ে যাচ্ছিলেন। পানিতে বাহারের হাত দেখা গেলেও তীব্র স্রোতের কারণে কেউ তাকে উদ্ধার করতে পারেনি বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তলিয়ে যাওয়ার পর থেকে শুক্রবার দিনভর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস নদীতে তল্লাশি চালিয়েও বাহারের সন্ধান পায়নি। শনিবার ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ভাটার সময়ে বাহারের লাশটি পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৩ ডেঙ্গু রোগী শনাক্ত, বাড়ছে করোনাও
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পাওয়ার প্ল্যান্টে লোহার আঘাতে শ্রমিকের মৃত্যু