কর্ণফুলী উপজেলার জুলধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় মো. রাসেল (৩০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার জুলধা ডাঙ্গারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তারকৃত মো. রাসেল জুলধা ১ নম্বর ওয়ার্ড ডাঙ্গারচর এলাকার গুরা মিয়ার ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানা যায়। এর আগে গত ১৬ মে রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জুলধা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে ইউসুফ সাহেবের বালুর মাঠে মিছিল করে। তারা লাঠিসোঁটা হাতে স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। রাত ১১টা ২০ মিনিটে ওসি মোহাম্মদ শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে প্রায় ৩০–৩১ জন মিছিলকারী দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ফেলে যাওয়া ৯টি লাঠি উদ্ধার করা হয়। ঘটনার পর কর্ণফুলী থানার এসআই জুয়েল মজুমদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)/৮/৯/১০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪–১৫ জনকে আসামি করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে থানায় দায়ের হওয়া মামলায় রাসেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।