কর্ণফুলীতে খেয়া-ঘাটের ভাড়া বাড়ানোর প্রতিবাদে গণজমায়েত, বিক্ষোভ

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৮:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা ডাঙ্গারচর সল্টগোলা ও বিওসি ঘাটে নৌকা পারাপারের ভাড়া ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা নেওয়ায় গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় দুই ঘাট এলাকায় প্রায় ২ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে এলাকাবাসী।

সমাবেশে বক্তারা বলেন, জুলধা ইউনিয়নসহ আশপাশের প্রায় মানুষ এই দুই ঘাট দিয়ে পারাপার হয়। পারাপারের ভাড়া ছিল ১৫ টাকা। কিন্তু সিটি করপোরেশনের নির্দেশে ২০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এতে সাধারণ জনগণের চলাচলে খরচ বেড়েছে। হয়রানির শিকার হচ্ছে। আমরা নতুন ভাড়ার রেট বাতিল করে পূর্বের ১৫ টাকা ভাড়া চালু করার দাবি জানাই।

বক্তারা আরও বলেন, ঘাটে নানা অনিয়ম রয়েছে। পারাপারে মানুষের ভোগান্তির শেষ নেই। অনতিবিলম্বে পূর্বের ভাড়া বহাল না রাখা হলে আন্দোলন চলমান থাকবে।

ডাঙ্গারচর নিরাপদ নৌযাত্রী পারাপার কল্যাণ সমিতির আহবায়ক আবদুল মোতালেবের সভাপতিত্বে ও বন্দর মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভে বক্তব্য দেন, জুলধা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক মো. জমির, সমাজসেবক মো. হারুন, জুলধা বিএনপির যুগ্ম আহবায়ক সোলায়মান মিয়াজী, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, মহিলা ইউপি সদস্যা শিপ্রারানী দে, ছাত্র প্রতিনিধি সেলিম রেজা, শিক্ষক কায়সার, রিফাত, রাফাত, ব্যাংকার আবদুল হালিম, যুবদল নেতা মো. সাদ্দাম, জসিম মিয়াজী, ইমরান হোসেন, ইঞ্জিনিয়ার হেলাল, গফুর, তাহসান ইসলাম আতিক, মোহাম্মদ আসিফ, আজিম উদ্দিন, নিজাম উদ্দিন, আশরাফুল ইসলাম, আরফান সাগর, শাহিনসহ আরও অনেকে।

জুলধার ডাঙ্গারচর জন-সাধারণের আয়োজনে কর্মসূচিতে অধিকার আদায়ে অংশ নেন কয়েক হাজার মানুষ।

পূর্ববর্তী নিবন্ধজব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম এয়ারপোর্ট যাওয়ার সময় পাসপোর্ট ছিনতাই