কর্ণফুলীতে এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার সেবা কার্যক্রম

| সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

এপেক্স ক্লাব অব বারআউলিয়ার উদ্যোগে গতকাল কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচরে প্রতিষ্ঠিত সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষের হাতে প্রয়োজনীয় কোরআন শরীফ, সিলিং ফ্যান, ক্রোকারিজ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন মাদ্রাসার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের পাশাপাশি উক্ত সেবা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সচিব এপে. বশির আহম্মদ মনি (সূফি মনি), এপেক্স ক্লাব অব চট্টগ্রামের সভাপতি এপে. এডভোকেট জিকো, এপেক্স ক্লাব অব পতেঙ্গার অতীত সভাপতি এপে. জাহেদুল ইসলাম তুষার। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মুফতি মাওলানা তানভীরুল ইসমামের উপস্থাপনায় অনুষ্টিত ইফতার মাহফিল ও সেবা কার্যক্রমে অন্যান্যের মধ্যে ট্টগ্রাম দরবার শরীফের আওলাদে পাকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ডায়াবেটিক সমিতির ৪৮তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধজামালখানে দেওয়ালজুড়ে শিশুদের পছন্দের কার্টুন