কর্ণফুলীতে ফয়জুল বারী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আবুল হাশেম (রহ.) এর জীবন–কর্ম শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার মেগা কনভেনশন হলে এ মাহফিল সম্পন্ন হয়। ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও হুজুরের শুভানুধ্যানের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা কাজী মঈনউদ্দীন আশরাফী (ম.জি.আ.)। মাহফিল আয়োজক কমিটির আহবায়ক কাজী এ. এইচ. এম এহছানুল্লাহ্ র সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন চুন্নাপাড়া মনিরুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন হাশেমী (ম.জি.আ.)।
আয়োজক কমিটির সদস্য সচিব মাওলানা আবুল কালাম আমিরীর সঞ্চলনায় এতে আলোচক ছিলেন আল্লামা জয়নাল আবেদীন জোবায়ের, আল্লামা মোজাহিদুল আহমদ, আল্লামা মোক্তার আহমদ, কাযী সৈয়্যদ তাহছিন আহমদ নক্শবন্দী, আল্লামা আব্দুল খালেক শওকী, আল্লামা জুলফিকার আলী, প্রফেসর মুহাম্মদ আব্দুল হামিদ, আল্লামা ওসমান গনি রেজভী,আলাউদ্দিন আলকাদেরী,মুজিবুল হক আলকাদেরীসহ আরও প্রবীণ আলেমগণ আলোচক ছিলেন।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন আল্লামা আবুল হাশেম (রহ.) এর ছাহেবজাদা মুহাম্মদ আতাউল করিম,মুহাম্মদ এহছানুল করিম,মুহাম্মদ শহিদুল করিম। পরে মিলাদ–কিয়াম শেষে মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।